Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

সংস্থার উদ্ভব ও বিকাশঃ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বি. আর.ডি. বি) গ্রাম বাংলার দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়ন কাজে নিয়োজিত একটি বৃহৎ  সরকারি প্রতিষ্ঠন। জাতীয় পর্যায়ে পল্লী উন্নয়ন কর্মকান্ডের দীর্ঘদিন যাবৎ এ প্রতিষ্ঠানটির অবস্থান  একেবারে কেন্দ্র বিন্দুতে।  ষাটের দশকের গোড়ায় দিকে ডঃ আক্তার হামিদ খান দ্বিস্তর বিশিষ্ট ‘‘কুমিল্লা সমবায়’’ পদ্ধতির উদ্ভাবন করেন। ষাটের দশকে কুমিল্লা জেলা সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচী, সত্তর দশকে সমন্বিত পললী উন্নয়ন কর্মসূচী এবং আশির দশকে বিআরডিবি  নামে এই প্রতিষ্ঠানটি  দুই স্তর বিশিষ্ট ‘কুমিল্লা সমবায়ের সংগঠন সৃষ্টির দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, পুঁজি গঠন, কর্জ দাদন, উপকরণ সংগ্রহ ও বিতরণ, সেচ সম্প্রসারণ, বাজারজাত করণ ও  কর্ম সংস্থান সৃষ্টির কাজে নিয়োজিত। গ্রামে গড়ে উঠে সমবায় সমিতি, গ্রাম সংগঠন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়  গ্রামীন পুঁজি, উচ্চ ফলনশীল শস্য চাষ, সার ও উন্নত বীজ এবং সেচ যন্ত্রের আশাতীতভাবে বৃদ্ধি পায়। ফলে দেশ হয় খাদ্য স্বনির্ভর এবং সৃষ্টি হয় কর্মসংস্থান।

ছবি